বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন যেন এই ভাই-বোনদের সম্মান জানাতে পারি : মাসুম বিল্লাহ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৩, ৩০ এপ্রিল ২০২৫

যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন যেন এই ভাই-বোনদের সম্মান জানাতে পারি : মাসুম বিল্লাহ 

মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আমার আবেদন থাকবে এই অনুদান যেন এককালীন না হয়৷ এটা যেন অব্যাহত থাকে। যতদিন আমরা বেঁচে থাকবো, আমরা যেন ততদিন আমাদের এই ভাই-বোনদের সম্মান জানাতে পারি। আমরা আপনাদের অবশ্যই স্মরণে রাখবো।

বুধবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির ব্যাক্তিদের আর্থিক অনুদান প্রদান ও জুলাই শহীদ পরিবারের সঞ্চয়পত্র প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, আমার দলের পক্ষ থেকে আমি জুলাই আগষ্ট আন্দোলনে আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাই আগষ্ট আন্দোলনে আমরাও রাজপথে ছিলাম। আমরাও আহত হয়েছি। কিন্তু আপনারা সম্মুখে থেকে জীবন বাজি রেখে সবকিছু উপেক্ষা করে যেভাবে বুক পেতে দিয়েছিলেন এজন্য আপনাদের সম্মান প্রাপ্য।