
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সাথে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খানের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সিদ্ধিরগঞ্জে মামুন মাহমুদের সাথে দেখা করতে যান জাকির খান।
এসময় তাদের দুজনকেই বেশ হাস্যোজ্জ্বল ভাবে আলাপ আলোচনা করতে দেখা গেছে।
জাকির খানের মুক্তির পর থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতারা দেওভোগে জাকির খানের বাড়িতে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে ভিড় জমাচ্ছেন। দীর্ঘদিন পর রাজনীতিতে ফিরে নেতাকর্মীদেরও সময় দিচ্ছেন জাকির খান৷ শুনছেন তাদের কথা।
এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অনেক সিনিয়র নেতাই দেওভোগে জাকির খানের বাড়িতে গিয়ে তার সাথে সাক্ষাৎ করে আসছেন। জাকির খানও বিএনপি নেতাদের বাড়িতে ও অফিসে গিয়ে সাথে দেখা সাক্ষাৎ করছেন ও কুশল বিনিময় করছেন।