
আবু আল ইউসুফ খান টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, নারায়ণগঞ্জে গডফাদারদের দালালদের প্রশাসনিক সামাজিক ভাবে বয়কট করতে হবে। নারায়ণগঞ্জের গডফাদার ও গডমাদারের সাথে যারা আঁতাত করবেন তাদের কেউ ক্ষমা করবে না। আমাদের কাছে সামাজিক দাওয়াত বড় বিষয় নয়। আমাদের ছেলে মেয়েরা আত্মত্যাগ না করলে এই হাসিনার পতন হত না।
বুধবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির ব্যাক্তিদের আর্থিক অনুদান প্রদান ও জুলাই শহীদ পরিবারের সঞ্চয়পত্র প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে। আর জুলাই আগষ্টের যুদ্ধ ছিল যারা আমাদের বাকস্বাধীনতা হরণ করেছিল অধিকার কেড়ে নিয়েছিল সেই খুনী হাসিনার হাত থেকে স্বাধীনতার।
আমরা স্বাধীন ছিলাম না। আমরা রাজপথে কথা বলতে পারতাম না। আমরা ভোট দিতে পারিনি। সাংবাদিকেরা সত্য কথা বলতে পারেনি।
এই গণঅভ্যুত্থানকে ভুলে যাওয়া যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগের কোথাও ঠাঁই দেয়া যাবে না। নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামিরা গ্রেপ্তার হচ্ছে না। প্রধান উপদেষ্টাকে বলুন, আওয়ামী লীগের প্রেতাত্মাদের গ্রেপ্তার না করলে আমরা আবারও রাজপথে নামবো।