
ফাইল ছবি
ঢাকায় মে দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। আগামী ১ মে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতারা।
সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছেন জেলা ও মহানগর বিএনপির নেতারা৷ সমাবেশে নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানার ব্যানারে নেতাকর্মীরা যোগ দিবে এই সমাবেশে। সমাবেশে নারায়ণগঞ্জ থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকার সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে। নারায়ণগঞ্জ থেকে বাস, গাড়ি ও রেলপথে ঢাকা যাবেন বিএনপি নেতাকর্মীরা।
আগামী শুক্রবার ১ মে বিকেল তিনটা থেকে নয়াপল্টনে এই সমাবেশ শুরু হবে। জুমার নামাজের পর ঢাকার নটরডেম কলেজের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা জড়ো হবেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবেন নেতারা।