শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে জেলা প্রশাসনের অনুদান  

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৪, ৩০ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে জেলা প্রশাসনের অনুদান  

ফাইল ছবি

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত (সি ক্যাটাগরি) ব্যাক্তিদের আর্থিক অনুদান প্রদান ও জুলাই শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

বুধবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের তরুণদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। আমাদের তরুণ বীর যোদ্ধাদের প্রাপ্য সম্মান আমরা দেয়ার চেষ্টা করছি। আগামী দিনে তারা এ সম্মান ধরে রাখবে এবং দেশ গঠনের কাজে নিয়োজিত থাকবে বলে আমরা বিশ্বাস করি। 

তিনি বলেন, আমরা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সকলের অধিকার নিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি আমাদের সেই রাষ্ট্র গঠনে তরুণরা এগিয়ে আসবে। আমরা আপনাদের সকলকে নিয়ে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চাই। আমরা আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, নারায়ণগঞ্জে গডফাদারদের দালালদের প্রশাসনিক সামাজিক ভাবে বয়কট করতে হবে। নারায়ণগঞ্জের গডফাদার ও গডমাদারের সাথে যারা আঁতাত করবেন তাদের কেউ ক্ষমা করবে না। আমাদের কাছে সামাজিক দাওয়াত বড় বিষয় নয়। আমাদের ছেলে মেয়েরা আত্মত্যাগ না করলে এই হাসিনার পতন হত না।

তিনি আরো বলেন, এই গণঅভ্যুত্থানকে ভুলে যাওয়া যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগের কোথাও ঠাঁই দেয়া যাবে না। নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামিরা গ্রেপ্তার হচ্ছে না। প্রধান উপদেষ্টাকে বলুন, আওয়ামী লীগের প্রেতাত্মাদের গ্রেপ্তার না করলে আমরা আবারও রাজপথে নামবো। 

এসময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।