বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

২২ বছর পর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে জাকির খান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৭, ৩০ এপ্রিল ২০২৫

২২ বছর পর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে জাকির খান

ফাইল ছবি

দীর্ঘ ২২ বছর পর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। এসময় কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান জাকির খান। এসময় দলের সিনিয়র নেতাদের সাথে দেখা করেন তিনি।

এসময় নয়াপল্টনের কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর সাথে সাক্ষাৎ করেন জাকির খান। এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে আরও সুসংগঠিত করতে ও ৩১ দফা প্রচার সহ নানা বিষয়ে জাকির খানকে নির্দেশনা দেন রিজভী। 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সাথেও সাক্ষাৎ করেছেন জাকির খান। এসময় দলীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন তারা।

জাকির খানের মুক্তির পর থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতারা দেওভেগে জাকির খানের বাড়িতে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে ভিড় জমাচ্ছেন। দীর্ঘদিন পর রাজনীতিতে ফিরে নেতাকর্মীদেরও সময় দিচ্ছেন জাকির খান৷ শুনছেন তাদের কথা। 

এরই পাশাপাশি নিয়মিত কেন্দ্রীয় নেতাদের সাথেও যোগাযোগ রক্ষা করে চলছেন জাকির খান। দলীয় কার্যালয়ে, নেতাদের অফিসে ও বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছেন জাকির খান।