সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ করতে স্কুল-কলেজগুলোকে নির্দেশ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৩, ১ ডিসেম্বর ২০২৫

না.গঞ্জে নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ করতে স্কুল-কলেজগুলোকে নির্দেশ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে নির্ধারিত সময়ে সরকারি ও বেসরকারি মাধ্যমিক, নিন্ম মাধ্যমিক স্কুল ও কলেজের পরীক্ষা কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

সোমবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. খান আল মাহমুদ সোহেল।

এসময় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক স্কুল ও কলেজের বার্ষিক, নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে নির্ধারিত সময়ে সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়। পরীক্ষা গ্রহণে অনিয়ম হলে বিধি মেতাবেক ব্যাবস্থাও নেয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।