জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভূমি কল্যাণ অফিসার সমিতির নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সাখাওয়াত হোসেন আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন খান মহাসচিব কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ মোঃ আসাদুজ্জামান অনুষ্ঠানটির সঞ্চালনা করে।
বিদায় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, আপনার আজকে যেখানে বসে আছেন হয়তো আমরাও একদিন বসবো আপনারা হচ্ছেন ইউনিয়ন লেভেলে সরকারের রাজস্বের প্রধান হাতিয়ার আপনারা যারা দীর্ঘদিন সুনামের সাথে চাকরি করেছেন হয়তো দেশকে অনেক কিছু দিয়েছেন নিজের জীবন যৌবনের উত্তাল সময় গুলো মানুষের সেবায় নিয়োজিত করেছেন আমি আশা করবো ভবিষ্যতে আপনারা নিজের পরিবারকে আর সময় দেবেন সন্তানদের প্রতি আরো মনোযোগী হবেন দেশের কল্যাণে কাজ করবেন, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, ও গীতা পাঠ করেন পরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির শুরু হয় এ সময় অবসরে যাওয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে ক্রেস্ট ও ভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ শাহজাহান , সেন্টু আহমেদ আশরাফ উদ্দিন ভূঁইয়া।

