রোববার, ০২ নভেম্বর ২০২৫

|

কার্তিক ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শহীদ ফায়সালের খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে: জামাল হোসাইন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৭, ১ নভেম্বর ২০২৫

শহীদ ফায়সালের খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে: জামাল হোসাইন

ফাইল ছবি

২০০৬ সালে ২৮ শে অক্টোবর চিটাগাং রোড এলাকায় লগি  বৈঠার তান্ডবে নিহিত শহীদ ফাইসালের বিচার চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মাদ জামাল হোসাইন। ইতিহাসের নিকৃষ্ট ঐদিন যে নেক্কারজনক ভাবে চিটাগাং রোড এলাকায় জামায়াত-শিবিরের মিছিলে বর্বরোচিত হামলা হয়েছে তা আজও সিদ্ধিরগঞ্জবাসী ভুলিনি। অবিলম্বে সেই খুনিদের বিচারের আওতায় আনতে হবে না হলে সিদ্ধিরগঞ্জের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবে। তিনি ১ নভেম্বর শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড কুয়েত প্লাজা ১০ তলা এলাকায় সমাবেশে  এ কথা বলেন। 

তিনি আরো বলেন দেশের মানুষ খুনি হাসিনার ফাসিঁ দেখতে চায়, যারা আলেম ওলামাদের বিনা বিচারে ফাসিঁ দিয়েছে তাদের ফাসি দেখতে চায়।

সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ডঃ ইকবাল হোসেন ভূঁইয়া,সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর কফিল আহমেদ, পশ্চিম থানা আমীর মাহবুব আলম পূর্ব থানা সেক্রেটারি শহিদুল ইসলাম কামরুল হাসান রিপন,হাবিবুর রহমান সাইফুল ইসলাম রনি, ইকবাল হুসাইন, আলী মোহাম্মদ,মওদুদী সহ প্রমুখ নেতৃবৃন্দ।