সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

|

কার্তিক ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শীতলক্ষ্যায় কদম রসুল ক্যাবল স্টেড সেতু, নারায়ণগঞ্জে উন্নয়নের দিগন্ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫৩, ৩ নভেম্বর ২০২৫

শীতলক্ষ্যায় কদম রসুল ক্যাবল স্টেড সেতু, নারায়ণগঞ্জে উন্নয়নের দিগন্ত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে দেশের বৃহত্তম ক্যাবল স্টেড ব্রিজ কদম রসুল সেতু। এরইমধ্যে ১৯টি পিলারের মাটি পরীক্ষার কাজ শেষ। সেতুটি নির্মাণ হলে মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশির ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন হবে। নির্ধারিত সময়ের মধ্যেই সেতু নির্মাণ করার কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

২০১৮ সালের ৯ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পায় কদম রসুল সেতুটি। দেড় কিলোমিটার দীর্ঘ সেতুটির মূল অংশ থাকবে নদীর ওপর বিশেষ তার দিয়ে ঝুলন্ত অবস্থায়। যার দৈর্ঘ্য হবে ৩৮০ মিটার। দুই পাশে পথচারীদের চলাচলের জন্য থাকবে ফুটপাত।

সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চায়নার দুটি সরকারি প্রতিষ্ঠান। এরইমধ্যে ১৯টি পিলারের মাটি পরীক্ষার কাজ শেষ। আগামী ডিসেম্বর মাসে মূল সেতুর কাজ শুরু হবে। সেতুটি বাস্তবায়ন হলে নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।

নারায়ণগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান বলেন, সেতুটি বাস্তবায়নে ২০২৮ সালের জুন মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়েই নির্মাণ কাজ শেষ করার কথা জানিয়েছে এলজিইডি।

সেতু নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৭৩৫ কোটি ১৮ লাখ টাকা। সেতুর ২৬টি পিলারের মধ্যে শহরে ১৪টি ও বন্দরে নির্মাণ হবে ১২টি পিলার।