শনিবার, ১৮ মে ২০২৪

|

জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খোঁজ নেননা নেতারা, রাজনীতি বিমুখতা বাড়ছে বিএনপি কর্মীদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৫, ৪ মে ২০২৪

খোঁজ নেননা নেতারা, রাজনীতি বিমুখতা বাড়ছে বিএনপি কর্মীদের

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি থেকে দিন দিন দূরে সরে যাচ্ছেন কর্মীরা। আন্দোলন সংগ্রামের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও নেতাকর্মীদের জামিন কিংবা তাদের খোঁজ খবর না নেয়ায় এখন আর বিএনপির প্রতি আস্থা রাখতে পারছেনা দলটির কর্মীরা। 

দলের তৃণমূল পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে। 

দলীয় সূত্রমতে, জেলা ও মহানগর বিএনপির নেতারা এবারের আন্দোলন কিংবা আন্দোলন পরবর্তী সময়ে নেতাকর্মীদের খোঁজ খবর নেননি। দলটির বিভিন্ন পর্যায়ের কর্মীরা নেতাদের দিকে তাকিয়ে থাকলেও নেতারা এবার তাদের আশাহত করেছেন। এমনকি দলীয় কর্মকান্ড করতে গিয়ে মামলার শিকার নেতাকর্মীরা জামিনের জন্যও দলীয় নেতাদের সহায়তা পাননি। 

নেতাকর্মীরা জানান, যে দলের জন্য এতবছর জীবনের মূল্যবান সময় তারা নষ্ট করেছেন সেই নেতারা যদি এখন খোঁজ খবর না নেন তাহলে রাজনীতি ছেড়ে দেয়াই ভালো। এর মাঝে অনেক নেতাকর্মীই এখন প্রকাশ্যে ঘোষণা দিয়েই রাজনীতি থেকে দূরে থাকছেন। 

দলের সব সময়ের সক্রিয় ফতুল্লা বিএনপির শীর্ষ এক নেতা জানান, না অনেক খবর অবস্থা। কেউ খোঁজ খবর নেয়না। রাজনীতি তো শেষ। এখন নিজের ও পরিবার নিয়ে ভাবতে হবে। 

একই কথা জানান মহানগর বিএনপির আরেক নেতা। তিনি বলেন, মহানগর বিএনপির নেতারা আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এখন পর্যন্ত সহায়তা তো করেননিই বরং উল্টো টাকা নিয়েছেন আমাদের কাছ থেকে। এখনো নিচ্ছেন। কি করতে তাহলে রাজনীতি করবো।