
বিক্ষোভ সমাবেশ
ফিলিস্তিনে গণহত্যা ও মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করার দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ মে) বিকেলে শহরের ডিআইটি এলাকা থেকে বিক্ষোভ সমাবেশ শেষেমিছিল বের করেন তারা।
এসময় কয়েক হাজার মুসল্লী মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশ থেকে গণহত্যার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলা বন্ধের হুশিয়ারি দেয়া হয়।