রোববার, ১৯ মে ২০২৪

|

জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমার সাথে নির্বাচন করছে একজন ভূমিখোড়, আরেকজন ধূলাবাজ : এম এ রশিদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫১, ৭ মে ২০২৪

আমার সাথে নির্বাচন করছে একজন ভূমিখোড়, আরেকজন ধূলাবাজ : এম এ রশিদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চেয়ারম্যান প্রার্থী এম.এ রশিদ বলেছেন, যুদ্ধের সময় আমার বাবাকে কালীরবাজারে মেরে ফেলেছিলো। আমি সেই যুদ্ধে অংশ গ্রহন করেছিলাম। আজকে পর্যন্ত চেষ্টা করেছি নিজেকে সৎ রাখার জন্য। কারো কাছ থেকে ঘুষ নেই নাই, দেই নাই। চেয়ারে বসে এমন একটি কাজ করিনাই যাতে জনগন অপমানিত হবে। কোন জমিতে সাইনবোর্ড লাগাই নাই, কারো কাছ থেকে পার্সেন্টিস খাই নাই। কেউ একজন যদি এমন কথা বলতে পারে আমি নির্বাচন থেকে সরে যাবো। সেই সততা নিয়েই আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। 

তিনি বলেন, আমার সাথে যারা নির্বাচন করছে তাদের সাথে আমাকে তুলনা করবেন না। একজন আছে ভুমিদস্যু, ভূমিখোড়। মানুষের জমি দখল করে পয়সা কামাই করে সেই টাকা মানুষের মাঝে বিলাচ্ছে। আরেকজন মানুষের চোখে ধূলা দিয়ে দুইবার নির্বাচিত হয়েছে। ধূলাবাজ আবারো ধূলা দিতে আসছে। সে বিএনপির, সরকারে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো বিএনপিকে বরাদ্দ দিবে না। গত ১০ বছরে সেটা প্রমান হয়েছে। উনার ১০ বছরে উনি ১ কিলোমিটার রাস্তা করেছেন এটা উনি দেখাতে পারবেন না। উনি চেয়ারম্যান নির্বাচিত হলে উনার ব্যক্তি স্বার্থ হাসিল হবে। আপনার ভাগ্যের উন্নয়ন হবেনা। তাই আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা আপনাদের ভোটটা বিবেচনা করে দিবেন। আমার মার্কা দোয়াত কলম। নির্বাচনে আমাকে একটা ভোট দিয়ে আপনাদের সন্তানদের ভবিষ্যত নির্মাণের সুযোগ দিবেন।

সোমবার (৬ মে) বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের ঘাড়মোড়া এলাকায় দোয়াত কলমের নির্বাচনী উঠান বৈঠকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এম.এ রশিদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এরপর যখন উনি আপনাদের কাছে আসবেন তখন উনাকে বলবেন আপনার নির্বাচনী ইশতেহার দিবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওনার কোন নির্বাচনী ইশতেহার নাই। আমার মার্কা দোয়াত কলম। সবার কাছে ভোট চাই।

কলাগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাঈনুউদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ অ্যাডভোকেট খোকন সাহা। আরো বক্তব্য রাখেন, বন্দর উপজেলার চেয়ারম্যান প্রার্থী এম.এ রশিদ, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালিমা ইসলাম শান্তা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান সহ আরো অনেকে।