সোমবার, ২০ মে ২০২৪

|

জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের শব্দ, আতঙ্ক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:২৬, ৮ মে ২০২৪

বন্দরে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের শব্দ, আতঙ্ক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

বুধবার (৮ মে) সকাল ১১ টায় হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। এসময় উপস্থিত ভোটারসহ কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এ ধরনের কোন শব্দ বা তথ্য পাননি বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১১ টার পর কেন্দ্রের বাইরে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এসময় সেখানে উপস্থিত সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

বিষয়টি সম্পর্কে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ বদরুল আলম জানান, আমি শব্দ পাইনি। হয়তো আমি অন্য কোথাও ছিলাম। 

তিনি জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। 

এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৫৩ জন। এর মধ্যে দুপুর ২ টা পর্যন্ত আনুমানিক ৬শ এর মত মোট পড়েছে বলে জানান এ ভোটগ্রহণ কর্মকর্তা। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এরকম কোন তথ্য পাইনি। এখন পর্যন্ত উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন বিশৃঙ্খলার তথ্য নেই।