সোমবার, ২০ মে ২০২৪

|

জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনগন তো ভোট দিতে যায়নি, যা হয়েছে সেগুলো জাল ভূয়া : সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৬, ৮ মে ২০২৪

জনগন তো ভোট দিতে যায়নি, যা হয়েছে সেগুলো জাল ভূয়া : সাখাওয়াত

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এটা নির্বাচন নয়। এটা প্রহসন, এই প্রহসন করতে গিয়েও তারা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে পারেনি। জনগণ তো যায়নি, যা কিছু ভোট কাস্ট হয়েছে এগুলোও জাল ভোট ও ভুয়া ভোট।

বুধবার (৮ মে) নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচন ইস্যুতে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় জনগণ বিএনপির আহবানে সাড়া দিয়ে ভোটকেন্দ্রে যায়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে বন্দরবাসীর জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তারা ভোটকেন্দ্রে যায়নি। জনগণ এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এতে প্রমানিত হয় জনগণের এই নির্বাচন কমিশনের ওপর কোন আস্থা নেই।

তিনি আরও বলেন, এ নির্বাচন হল বানরের পিঠা ভাগের মত। নির্বাচন তাদের মধ্যেই। প্রার্থীরা সবই তাদের লোক, আতাউর রহমান মুকুলও তাদের লোক। সরকার নির্বাচন নির্বাচন খেলায় ভোট দেখানোর চেষ্টা করেছে। জনগণ সরকারের সেই চেষ্টা ব্যার্থ করে দিয়েছে। তাদের অভ্যন্তরীন গোলযোগের কারনে তারা মুক্তিযোদ্ধা ও রাজাকার ইস্যু এনেছে। যাকে রাজাকার বলছে সে পাশ করলে কেমন অবস্থা হবে? এতদিন তারাই তো তাকে নিয়ে নেচেছে।