সোমবার, ২০ মে ২০২৪

|

জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার প্রায় ৪৬ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৮, ৮ মে ২০২৪

আপডেট: ২৩:১৩, ৮ মে ২০২৪

বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার প্রায় ৪৬ শতাংশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ভোটের ৪৫ দশমিক ৮৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (৮ মে) রিটার্নিং অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বন্দর উপজেলা পরিষদে মোট ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৫৬৪ জন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৬০ হাজার ৩২৫ ভোট। এর মধ্যে বাতিল হয়েছে ২ হাজার ৭৩৭টি ভোট।

এর আগে নির্বাচনের দিন সকাল থেকেই বন্দর উপজেলার কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। 

নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস মার্কা নিয়ে ২৯ হাজার ৮৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মোঃ মাকসুদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এম এ রশীদ দোয়াত কলম মার্কা নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৮৩৮ ভোট। আরেক প্রতিদ্বন্দী আতাউর রহমান মুকুল চিংড়ি মাছ মার্কা নিয়ে পেয়েছেন ১২ হাজার ৬২২ ভোট।