
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা ও মহানগর যুব অধিকার পরিষদের যুব সমাবেশে দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ মে) নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটী এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিকেল চারটার পর আসেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সমাবেশস্থলে নুর উপস্থিত হওয়ার পরপরই যুব পরিষদের স্থানীয় দুই গ্রুপের নেতাদের মাঝে হাতাহাতি শুরু হয়।
এসময় জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের সিনিয়র নেতারা মঞ্চ থেকে নেমে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় উভয় পক্ষের নেতাকর্মীদের শান্ত করে পুনরায় সভার কার্যক্রম শুরু করেন নেতারা।