রোববার, ০৪ মে ২০২৫

|

বৈশাখ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কুপিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে যুবককে হত্যা মামলায় ১১ আসামি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১২, ৩ মে ২০২৫

কুপিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে যুবককে হত্যা মামলায় ১১ আসামি

প্রতীকী ছবি

বন্দরে বাড়ি থেকে ডেকে নিয়ে শহীদুল ইসলাম ওরফে রাহিম (২৩) নামে এক যুবককে চোর আখ্যা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় মামলা হয়েছে। 

নিহত শহীদুল ইসলাম ওরফে রাহিমের মা রাশিদা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১১ জনকে আসামি করে বৃহস্পতিবার বন্দর থানায় এ মামলা করেন। 

আসামিরা হচ্ছেন— বন্দরের মুছাপুর ইউনিয়নের বারপাড়া গ্রামের রহম উদ্দিনের ছেলে ইকবাল হোসেন, একই গ্রামের সোনা মিয়ার ছেলে সালাউদ্দিন, সালাউদ্দিনের স্ত্রী শিল্পী আক্তার ও ছেলে হাসিব, অহিদুল্লাহর ছেলে হিমেল, অলিউল্লাহর ছেলে মাকসুদ, হযরত আলীর ছেলে আমজাদ হোসেন ও জামান, আবিল হোসেনের ছেলে রহমত আলী, কলিমউদ্দিনের ছেলে হাবিবউল্লাহ ও বাঁধন। 

ইকবালের বড় ভাই বাহরাইন প্রবাসী বিল্লাল মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে- এ সন্দেহে মঙ্গলবার রাতে বন্দরের মুছাপুর দক্ষিণ বারপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে শহীদুল ইসলাম ওরফে রাহিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে চোর আখ্যা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাহিম।  

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে ১১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।  আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।