শনিবার, ০৩ মে ২০২৫

|

বৈশাখ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি যতদিন আছে শ্রমিকদের ওপর কেউ আঘাত হানতে পারবে না : রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৯, ২ মে ২০২৫

বিএনপি যতদিন আছে শ্রমিকদের ওপর কেউ আঘাত হানতে পারবে না : রাজীব

নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আপনাদের অবদানকে কেউ যদি অস্বীকার করতে চায়। আপনাদের যদি কেউ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চায়। নিরাপদ কর্ম পরিবেশ কেউ যদি নষ্ট করতে চায় তাদের হুশিয়ার করে বলতে চাই। বিএনপি যতদিন আছে শ্রমিকদের ওপর কেউ আঘাত হানতে পারবে না। 

শুক্রবার (২ মে) বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, আপনাদের ত্যাগ, শ্রম ও ঘামে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমি আপনাদের শ্রদ্ধা ও সালাম জানাই। বিএনপি সবসময় শ্রমিকদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, আপনাদের পরিশ্রমের জন্যেই আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি। ৭১ সালে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল উদার গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। সেটা আমরা করতে পারিনি। কিন্তু ২০২৪ সালের এই ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আপনাদের অবদান সবচেয়ে বেশি। 

রাজীব বলেন, আপনারা জানেন নারায়ণগঞ্জে প্রায় চারশো গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। সেখানে পাঁচ থেকে ছয় লক্ষ শ্রমিক কাজ করে। আপনাদের অবদানের কারণেই বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নতি সাধিত হচ্ছে।