শনিবার, ০৩ মে ২০২৫

|

বৈশাখ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাথরুম থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৩, ৩ মে ২০২৫

বাথরুম থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় একটি বাসার বাথরুম থেকে নিলুফা ইয়ামিন নিরু (৪৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ মে) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।”

নিরুর ছোট ভাই মো. সুমন আলী সংবাদমাধ্যমকে বলেন, “নিরু গতকাল স্বামীর বাড়ি নারায়ণগঞ্জ থেকে বাবার বাসায় বেড়াতে আসেন। সকালে বাথরুমে ঢোকার পর অনেক সময় পার হয়ে গেলেও বের না হওয়ায় পরিবারের সন্দেহ হয়। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে বাথরুমের অ্যাঙ্গেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পরিবারের সদস্যরা আরও জানান, নিরু কিছুটা ঋণগ্রস্ত ছিলেন। স্বামীর মৃত্যুতে তিনি হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

জানা গেছে, নিরু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকার বাসিন্দা। তিনি মৃত মনিরুজ্জামান বাবুলের স্ত্রী এবং দুই পুত্র ও দুই কন্যার মা।