শনিবার, ০৩ মে ২০২৫

|

বৈশাখ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় গার্মেন্টসকর্মীর শিশু অপরনকারীসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০৬, ২ মে ২০২৫

ফতুল্লায় গার্মেন্টসকর্মীর শিশু অপরনকারীসহ গ্রেপ্তার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণী গার্মেন্টসকর্মীর এক বছরের শিশু পুত্রকে অপহরনের ঘটনায় দায়ের করা মামলায় অপহরনকারী তরুণীসহ এক নারীকে গ্রেপ্তার করে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২ মে) ভোরে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার জমশেদপুর মান্দারপুর গ্রামের নাছির মিয়ার মেয়ে লিজা (২২) ও একই থানার মধ্যপাড়া শ্যামবাড়ী এলাকার আব্দুল ছামাদ ভূইয়ার ছেলে শিউলি আক্তার (৩৫)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ফাতেমা আক্তার (৫০) স্বামীকে ডিভোর্স দিয়ে ফুফু সাহারা খাতুন ও তিন বছরের মেয়ে এক বছরের শিশু পুত্র সাফিনকে নিয়ে ফতুল্লার ভোলাইল মিষ্টির দোকান এলাকার আলম কন্ট্রাক্টরের ভাড়াটিয়া বাড়িতে ভাড়া থেকে গার্মেন্টসে কাজ করেন। ২৯ এপ্রিল গ্রেপ্তারকৃত লিজাকে (২২) তার রুমে সাবলেট ভাড়া দেয় ফাতেমা। তারপরদিন ৩০ এপ্রিল দুপুরে ফাতেমার শিশু পুত্র সাফিনকে নিয়ে লিজা তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার জমশেদপুর মান্দারপুর গ্রামে চলে যায়। গার্মেন্টসের কাজ শেষে ফাতেমা বাসায় এসে জানতে পারেন তার শিশু পুত্রকে নিয়ে লিজা পালিয়ে গেছে। এঘটনায় থানায় মামলা করেন ফাতেমা। পরে প্রযুক্তির মাধ্যমে লিজার সন্ধান পেয়ে তাকে ও তার সহযোগীকে গ্রেপ্তারের পর শিশুটিকে উদ্ধার করে ফাতেমার কাছে বুঝুয়ে দেয়া হয়।