শনিবার, ০৩ মে ২০২৫

|

বৈশাখ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শূণ্যস্থানগুলো পূরণ করতে চাই : জাকির খান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০৪, ২ মে ২০২৫

শূণ্যস্থানগুলো পূরণ করতে চাই : জাকির খান

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান বলেছেন, আমি আপনাদেরই সন্তান। অবশ্যই আমি এই এলাকার সন্তান। অবশ্যই আপনাদের পাশে থাকবো। যেখানে গ্যাপ থাকবে, আমরা সকলের মিলে পূরণ করবো। এতিম বাচ্চাদের সাথে একত্রে খাওয়ার পর বুকটা অনেক বড় হয়ে গেছে। মহান আল্লাহর দরবারের লাখ লাখ শুকরিয়া আদায় করছি।

গতকাল (২ মে) শুক্রবার বাদ জুম্মা দেওভোগ মাদ্রাসা জামে মসজিদে নামাজের পর এতিমদের সাথে সৌজন্য সাক্ষাত ও খাবারের পর তিনি একথা বলেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, বাংলাদেশ হোসিয়ারি সমিতির পরিচালক পারভেজ মল্লিক, ব্যবসায়ী আব্দুর হালিম ভুইয়া প্রমুখ।