
ফাইল ছবি
নারায়ণগঞ্জে প্রতি শুক্রবারে শহরের পাঁচ নং ঘাট এলাকায় পাইকারি দরে মাছ কিনতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা এই বাজারে আসেন। স্থানীয়দের কাছে জায়গাটি মাছ ঘাট হিসেবে পরিচিত। প্রতিদিন বাজার বসলেও ছুটির দিনে এই বাজারে কোটি টাকার মাছ কেনাবেচা হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাঁচ নং খেয়াঘাট সংলগ্ন বাজারটি ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ রেলস্টেশন, নারায়ণগঞ্জ লঞ্চঘাট ও বাস টার্মিনালের ঠিক পাশেই অবস্থিত এই মাছের বাজার। প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এ বাজারে মাছের বেচাকেনা চলে। অস্থায়ী এই বাজারটি প্রায় ২০০ বছরের পুরনো বলে জানান স্থানীয়রা।
বাজারে ঘুরে শিং, টেংরা, কৈ, পাবদা, বাতাসি, কাঁচকি, বোয়ালের মত দেশী বিভিন্ন রকমের মাছ দেখতে পাওয়া যায়৷ এ ছাড়া প্রায় সব ধরনের সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায় যা সাধারণত অন্য বাজারে পাওয়া যায় না। এছাড়াও অন্যান্য বাজার থেকে এখানে দাম তুলনামূলক কম।
এছাড়াও বাজারে নদীর রুই, পাঙ্গাস কাতলাসহ অন্যান্য বড় মাছের পাশাপাশি চাষের মাছও রয়েছে। নদীপথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ নিয়ে ট্রলারগুলো ভীড়ে এই মাছ ঘাটে। এছাড়াও বাজারে ইলিশ মাছের আড়ৎও রয়েছে। নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলা সদরেও এখান থেকে ইলিশ মাছের সরবরাহ করা হয় বলে জানান ব্যাবসায়ীরা।
বাজারে পরিবারের জন্য মাছ কিনতে আসা হাশেম মিয়া জানান, শুক্রবারে পুরো সপ্তাহের জন্য বাজার করে থাকি। এখানে সস্তায় মাছ পাওয়া যায়। অন্যান্য জায়গা থেকে দাম কম। তবে সকাল সকাল আসতে হয়। বেলা বাড়ার সাথে সাথে দাম বেড়ে যায়, মাছও শেষ হয়ে যায়।
এছাড়াও নারায়ণগঞ্জ শহরের আশেপাশের বাজারের মাছ বিক্রেতা ও ফেরি করে মাছ বিক্রি করা ব্যাবসায়ীরাও এ বাজারে ভীড় জমান। বাজারে ঘুরে দেখা যায়, বড় পাতিলে বরফ দিয়ে কেউ আবার ভ্যান গাড়িতে বড় ড্রামে করে মাছ নিয়ে যাচ্ছেন নিজ নিজ এলাকায়।
শহরের মাসদাইর বাজারের মাছ ব্যাবসায়ী কুদ্দুস মিয়া জানান, আমরা এখান থেকে মাছ সংগ্রহ করি। মোকাম থেকে এখানে মাছ আসে। আমরা এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করি।
মাছ ঘাটের পুরনো ব্যাবসায়ী আহমেদ টুটুল জানান, এই মাছের বাজারটি বহু পুরনো। এটি স্থায়ী বাজার নয়। ভোর থেকে দুপুর পর্যন্ত এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাছ বেচাকেনা হয়। এখানে ব্যাবসায়ীরা নিলামের মাধ্যমেও মাছ ক্রয়-বিক্রয় করে থাকেন। আবার অনেক খুচরা ক্রেতারাও এখান থেকে মাছ কেনেন। এই বাজারে সব ধরনের মাছ পাওয়া যায়। তবে শুক্রবারে মাছের বাজারে ভীড় সবচেয়ে বেশি থাকে। এদিন বেচাকেনাও সবচেয়ে বেশি হয়।
এ বাজারটিতে যেন তারা স্থায়ীভাবে ব্যবসা করতে পারেন সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।