শুক্রবার, ০২ মে ২০২৫

|

বৈশাখ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বৃষ্টি উপেক্ষা করে বিএনপির শ্রমিক সমাবেশ জনসমুদ্র

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০০, ১ মে ২০২৫

বৃষ্টি উপেক্ষা করে বিএনপির শ্রমিক সমাবেশ জনসমুদ্র

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ

মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১ মে) দুপুর সোয়া ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ শুরু হয়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।  

এর আগে সমাবেশে যোগ দিতে দুপুরের আগে থেকে একের পর এক মিছিল ঢুকতে থাকে নয়াপল্টনে। এসময় বৃষ্টি শুরু হলে নেতা-কর্মীরা বিভিন্ন ভবন ও গেটে আশ্রয় নেন। অনেকে বৃষ্টি উপেক্ষা করে মিছিল ও স্লোগান দিয়েছেন এবং সমাবেশস্থলে অবস্থান করেছেন।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই শ্রমিক সমাবেশ হলেও দীর্ঘদিন পর এটি বিএনপির মাঠের কর্মসূচি। দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার থাকা বিএনপি এই শ্রমিক সমাবেশের মধ্য দিয়েও দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানাবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতে নির্দেশনামূলক বক্তব্য দেবেন।
 
শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।