রোববার, ০৫ মে ২০২৪

|

বৈশাখ ২১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জ লেক যা ব্যবহৃত পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০১, ১৩ জানুয়ারি ২০২৪

সিদ্ধিরগঞ্জ লেক যা ব্যবহৃত পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায়

ফাইল ছবি

সড়কের কোল ঘেঁষে নির্মান করা হয়েছে সিদ্ধিরগঞ্জ লেক। এটি মূলক নারায়ণগঞ্জের পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা হয়।

ঢাকার সন্নিকটস্থ শিল্পবাণিজ্যিক নগর ও গুরুত্বপূর্ণ এরিয়া হিসেবে বেশ পরিচিত সিদ্ধিরগঞ্জ থানা। এতোদিন সিদ্ধিরগঞ্জবাসীর শীতলক্ষ্যা নদীঘেঁষা পৌনে তিন কিলোমিটার ওয়াকওয়ে ছাড়া ছিল না কোনো বিনোদনকেন্দ্র। তবে লেকের কাজ শুরুর পর থেকে এখানকার বাসিন্দাদের বিনোদনের খোরাক মেটাচ্ছে ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সিদ্ধিরগঞ্জ লেক। এই লেকটিতে বিকেল হলেই ভিড় করতেন শতশত দর্শনার্থীরা। বিশেষ করে ছুটির দিনগুলোতে লেকটিতে ঢল নামতে দেখা যেত দর্শনার্থীদের।

তবে এ লেকের সৌন্দর্য স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষকে মোহিত করে। কাজ সম্পন্ন হলে এটি একটি অন্যতম বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিতি পাবে বলে আশা করেন নাসিকের কর্মকর্তারা।