পানি ও খাবার স্যালাইন বিতরণ
শহরের খানপুরে তীব্রদাহে শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। শনিবার ৪ মে বেলা ১২ টায় নারায়ণগঞ্জ হাই স্কুলের এসএসসি শততম ব্যাচের সংগঠন ফ্রেন্ডস'৮৪'র উদ্যোগে মানুষের মধ্যে খাবারের বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোফাজ্জল হোসেন মিন্টু ও সাধারন সম্পাদক শরীফ হোসেন ভূইয়ার সার্বিক সহযোগীতায় প্রথম ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বিতরণে আগে সংগঠনের সাধারন সম্পাদক শরীফ বলেন, প্রচন্ড গরমে আপনাদের পাশে দাড়িয়েছে ফ্রেন্ডস'৮৪। আমরা প্রথম ধাপে আপনাদের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন নিয়ে এসেছি।আমরা চেষ্টা করবো আমাদের কর্মসূচি অব্যাহত রাখতে।
শ্রমজীবী মানুষের পাশে দাড়াতে পেরে তিনি মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেছেন। বক্তব্যে শেষে রিকসা,ভ্যান,অটো চালক ও পথচারীদের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ করা হয়।
এই সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক শরীফ হোসেন ভূইয়া,প্রোগ্রাম চীফ কো অর্ডিনেটর ফারুক আহম্মদ রিপনস, ফ্রেন্ডস'৮৪'র ফয়েজ আহমেদ,বিটুসহ প্রমুখ।