শনিবার, ০৩ মে ২০২৫

|

বৈশাখ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে রইসউদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৯, ২ মে ২০২৫

বন্দরে রইসউদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ফাইল ছবি

"আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই" লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে "আমার ভাই কবরে আসামীরা বাহিরে"এই শ্লোগানে  নিরীহ ইমাম রইসউদ্দিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে)  বিকেল ৫টায় বন্দর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ও হিলফুল ফুযুল শান্তি সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব, দেওভোগ সাকিম আলী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ তামিম বিল্লাহ। হিলফুল ফুষুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে  বক্তব্য রাখেন অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোমেন ইসলাম, ক্বারী মাওলানা মো. রবিউল ইসলাম,মাওলানা মো. আল আমিন,মাওলানা ইমন হোসেন বাহারী ও মাওলানা রাসেল হোসাইন কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন হিলফুল ফুষুল শান্তি সংঘের সাধারণ সম্পাদক নাজির হোসেন,শিশির আহমেদ শাওন,হাফেজ আল আমিন,ওমর ফারুক,আল আমিন,সাদ্দাম হোসেন,কবির হোসেন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,এক ফ্যাসিস্ট সরকার গিয়েছে এখন আরেক ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব ঘটেছে। যেখানে থানা হেফাজতে সাধারণ মানুষের নিরাপত্তা নেই সেখানে কোথায় গিয়ে বাঁচার জন্য আর্তনাদ করবে। তারা আরো বলেন,এই সরকারের পুলিশ কাফেরকেও হার মানিয়েছে আমার ভাই রইসউদ্দিন সামান্য পানি খেতে চেয়েছে তাকে পানি পর্যন্ত খেতে দেয়া হয়নি। এটা কি মানুষের কাজ আমরা জালেমের দেশে বসবাস করছি। আমরা বর্তমান সরকারকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই অনতিবিলম্বে রইসউদ্দিনের মামলা গ্রহণ করে দ্রুত খুনীদেরকে গ্রেফতার করুন অন্যথায় কঠিন থেকে কঠিন আন্দোলনের উদ্যোগ নেয়া হবে। আমরা এজিদের বংশধরদেরকে বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করবো।