
মানববন্ধন
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহীন মিয়া ও সদস্য সচিব আলমের বহিষ্কারের দাবীতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নেতাকর্মীরা।
শনিবার (৩ মে) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় ফতুল্লা থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক আমির হোসেন ব্যাপারি বলেন, আমি জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানার সাবেক আহ্বায়ক। ২৮ অক্টোবর থেকে ৫ আগষ্ট পর্যন্ত আমার নামে বারোটি মামলা হয়েছে। এই শাহীন ও আলম তারা ফ্যাসিস্টের দোসরদের নিয়ে কমিটি সাজিয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করেছি।
তিনি আরো বলেন, ২৮ তারিখ আমাদের কৃষকদলের বক্তাবলি ইউনিয়নের সহ সভাপতি জাকিরকে নিখোঁজ করা হয়েছে। আল জাজিরায় এটি নিউজ হয়েছে। আমাদের একজন তৃণমূল কর্মীকেও তারা রাখেনি।
তিনি বলেন, তারা আওয়ামী লীগের লোকদেন কমিটিতে পদ দিয়েছে। আমরা শাহীন ও আলমকে বহিষ্কার করে অবিলম্বে নতুন করে জেলা কৃষকদলের কমিটি ঘোষণার আহ্বান জানাচ্ছি।
এসময় নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।