
ভ্রাম্যমাণ আদালত
নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে দুই দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আটককৃত দুই ব্যাক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার (৩ মে) এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতরা হলেন- শহরের মোকসেদ আলীর ছেলে মোঃ মঞ্জু (৫৫), গলাচিপা এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মোঃ মাসুদ হাওলাদার (৪২)।
হাসপাতালে সরকারি আদেশ অমান্য করে রোগীদের বিভ্রান্ত করা এবং হাসপাতাল চত্বরে দালাল ও অবৈধ মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো: মোনাববর হোসেন জানান, সরকারি কর্মচারী কর্তৃক পূর্বে জারীকৃত আদেশ অনুযায়ী হাসপাতাল এলাকায় দালাল বা প্রতারকচক্রের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও, উক্ত আদেশ অমান্য করে সংশ্লিষ্ট দুই ব্যক্তি সেখানে সক্রিয় ছিলেন। অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দুইজন আসামিকে তৎক্ষণাৎ আটক করা হয়।