
পাসপোর্ট সেবা প্রদান শুরু
নারায়ণগঞ্জে দীর্ঘ ১০ মাস পর পুনরায় চালু হয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস। সংস্কার কাজ শেষে আধুনিক সুযোগ-সুবিধাসহ নতুনভাবে নির্মিত এই ভবনে পূর্ণাঙ্গভাবে পাসপোর্ট সেবা প্রদান শুরু হয়েছে।
রোববার (৪ মে) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আঞ্চলিক পাসপোর্ট অফিসটির কার্যক্রম পরিদর্শন করেন।
উদ্বোধনের পর নতুনভাবে সংস্কৃত ভবনটি ঘুরে দেখা যায়, পাসপোর্ট অফিসটিতে আগের তুলনায় আরও উন্নত, ডিজিটাল অবকাঠামো তৈরি করা হয়েছে। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থায় আধুনিকায়ন আনা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এসব উন্নয়নের ফলে পাসপোর্ট প্রক্রিয়া আগের চেয়ে দ্রুত ও ঝামেলামুক্ত হবে।
এসময় জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই অফিসে দালালচক্রের কোনো ঠাঁই নেই। পাসপোর্ট সেবাকে শতভাগ স্বচ্ছ ও হয়রানিমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। দালালদের বিষয়ে তথ্য পেলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের উপ পরিচালক মোহাম্মদ জামাল হোসেন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী।
এর আগে ২০২৪ সালে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সময় ১৮ জুলাই রাতে নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসটিতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভবনটি সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং প্রায় ৮ হাজার প্রস্তুতকৃত পাসপোর্ট পুড়ে যায়। এর ফলে নারায়ণগঞ্জের পাসপোর্ট সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটে।
এদিকে পাসপোর্ট অফিসটি পুড়ে যাওয়ায় নারায়ণগঞ্জ জেলার বাসিন্দাদের কেরাণীগঞ্জ অফিসে পাসপোর্ট সম্পর্কিত কাজের জন্য যোগাযোগ করতে বলা হয়। এর ফলে ভোগান্তি পোহাতে হয় সেবাপ্রত্যাশিদের। পাসপোর্ট অফিসটি পুনরায় চালুর ফলে নারায়ণগঞ্জের পাঁচ উপজেলার বাসিন্দারা এখন নিজ জেলার মধ্যেই পাসপোর্ট সেবা পাবেন।