সোমবার, ১২ মে ২০২৫

|

বৈশাখ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের তিন কলেজে ছাত্রদলের সম্মেলন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৪, ১১ মে ২০২৫

নারায়ণগঞ্জের তিন কলেজে ছাত্রদলের সম্মেলন 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জেী সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও কদম রসূল কলেজে ছাত্রদলের কমিটি গঠনের জন্য সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম বাদশা।

ইতিমধ্যে এই তিন কলেজের সম্মেলনের জন্য নির্বাচন কমিশনও গঠন করেছে ছাত্রদল। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন কবি নজরুল কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক কে এম সিরাজুল ইসলাম ও রোমান আহমেদ।

এসময় নির্বাচন ও সম্মেলন সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ শাহজাদা আলম রতন, সাধারণ সম্পাদক মোঃ রাহিদ ইশতিয়াক শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজীজুল ইসলাম রাজীব, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেলকে সর্বাত্মক সহযোগীতার নির্দেশ দেয়া হয়েছে।