
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬৩ নং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ মে) প্রধান শিক্ষক নাসিমা আক্তারের বিরুদ্ধে আড়াইহাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জানান রাধানগর গ্রামবাসী।
এসময় অভিযোগপত্রে তারা জানান, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রোণির শিক্ষার্থীদের কাছ থেকে কাব স্কাউটের জন্য ৫০ টাকা করে নিচ্ছে। জানুয়ারি মাসের ভর্তির জন্য টাকা নিচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০০ টাকা করে। নতুন যে কোন চাদা আদায়ে কোন রশিদ ব্যবহার করছেন না। বিদ্যালয়ের ওয়াশ রুম, বেসিং শিক্ষাথীদের ব্যবহার করতে দেওয়া হয় না এবং শিশু শ্রেণিশিক্ষার্থীদের খেলনা সামগ্রী তালাবদ্ধ করে রাখা হয়। রুটিনে ক্লাস আছে কিন্তু প্রধান শিক্ষক কোন ক্লাস নেন না।
তারা আরও জানান, বিদ্যালয়ে জোর পূর্বক কোচিং করাতে চান এবং স্টোর রুমে বিশ্রাম নেওয়ার অন্য বিছানা করে রাখেন প্রধান শিক্ষক। শিক্ষকদের চেয়ারের তোয়ালে তালাবন্ধ করে রাখেন তিনি।
শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানা বাবদ ১০ টাকা আদায় করেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে খেলাধুলার জন্য ১০০ টাকা করে চাঁদা আদায় করের তিনি।
গ্রামবাসী জানায়, ইতোপূর্বে এই প্রধান শিক্ষককে দুর্মীতির জন্য ঝাউকান্দি থেকে ইজারকান্দি শান্তিমূলক বদলি করা হয়েছে। আমরা এই প্রধান শিক্ষককে আমাদের ৬৩নং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাই না।
এবিষয়ে ৬৩ নং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান, আমিও অভিযোগের বিষয়টি শুনেছি। আমি গ্রামবাসীর সাথে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।