শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর থানা দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি মামুন আহত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৬, ৩ জুলাই ২০২৫

বন্দর থানা দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি মামুন আহত 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। 

বুধবার (২ জুলাই) রাতে স্থানীয় মাদক কারবারি সুজনের নেতৃত্বে নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা ও ইসলামী আন্দোলনের নেতারা জানান, বন্দরের নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে দিয়ে নামাজ পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা উত্তরের সভাপতি ডা. মামুন। পথিমধ্যে প্রকাশ্যে মাদক বিক্রি করছিলেন চিহ্নিত মাদক কারবারি সুজন, বিকি, নাজিমসহ কয়েকজন। এসময় প্রকাশ্যে মাদক বিক্রি করতে নিষেধ করায় ডা. আব্দুল্লাহ আল মামুনকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। আহতের চিৎকারে এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে রেফার্ড করেন।

হামলার ঘটনা শুনে হাসপাতালে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ প্রতিনিধিদল।

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুফতি মাসুম বিল্লাহ বলেন, একের পর এক আমাদের নেতা-কর্মীদের উপর হামলা, এটা মেনে নেওয়া যায় না। কিছুদিন পূর্বে আমাদের নগর সহসভাপতির ওপর হামলা হলো। কয়েকদিনের ব্যবধানে আবার থানা সভাপতির ওপর নারকীয় হামলা এটা সহ্য করার মতো নয়। 

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, ‌হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তার অভিযান চলছে।