
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান বলেছেন, আমরা যেন এই ফরম ঈমানের সাথে নেই। যারা এই দেশকে চুষে খেয়েছে সেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি কর্মী যদি এই ফরমে অন্তর্ভুক্ত হয় আপনারা ব্যাবস্থা নিবেন। ৭২ ঘন্টার ভেতরে সাংগঠনিক ব্যাবস্থা নিবেন এই অনুরোধ আমি করছি।
বুধবার (২ জুলাই) ১৬ নং ওয়ার্ডে বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছে। আমার নেতার মেরুদন্ডের হাড় ভেঙে দিয়েছে৷ অপপ্রচার কোন কাজে আসবে না।
তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের অবদানে এই বিএনপি। ব্যাবসায়ীদের টিকিট দিলে তৃণমূল কখনও মেনে নিবে না। আমরা ভাইয়ের রাজনীতি করি না, আমাদের নেতা তারেক রহমান আদর্শ জিয়াউর রহমান।