বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর গার্লস স্কুলে ছাত্রী ধর্ষন গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১০, ২ জুলাই ২০২৫

বন্দর গার্লস স্কুলে ছাত্রী ধর্ষন গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী (১৩)কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী  স্কুল ছাত্রী বড় ভাই রিপন বাদী হয়ে মঙ্গলবার (১লা জুলাই) সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২(৭)২৫।

এ ঘটনায় পুলিশ লম্পট ধর্ষক সিয়াম (১৮)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ধর্ষক সিয়াম বন্দর থানার ২২ নং ওয়ার্ডের এস এম শাহ রোডস্থ বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়ীর ভাড়াটিয়া ও উক্ত এলাকার শুক্কুর মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায়  বন্দর থানার বন্দর বাজার  এস এস শাহা রোড সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়ীর ফাঁকা টিনসেড রুমে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে  ডাক্তারী পরিক্ষার পর ওই দিন দুপুরে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, মামলার বাদী রিপনসহ তার পরিবার দীর্ঘ ১০ বছর ধরে  বন্দর থানার এস এস শাহা রোডস্থ বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে  আসছিল। বিবাদী ধর্ষক সিয়ামসহ  তার পরিবার একই বাড়ীতে  দীর্ঘ ৩ বছর যাবৎ ভাড়াটিয়া হিসেবে বসবাস করিয়া আসছিল। বাদী ছোট বোন  বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেনীতে পড়াশোনা করত। গত শনিবার (২৮ জুন)   সন্ধ্যা সাড়ে ৭টায় বাদী ছোট বোন স্কুল ছাত্রী তার রুম হইতে বাদী রুমে আসার সময় বিবাদী সিয়াম  পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ছোট বোনকে দুই হাত দিয়ে মুখ চেপে ধরে জোর পূর্বক  বন্দর বাজারস্থ এস এস শাহা রোড সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়ীর ফাঁকা টিনসেড রুমে নিয়ে যায়। ওই সময় স্কুল ছাত্রী চিৎকার ও চেচামেচি করলে ওই সমঢ  লম্পট সিয়াম ভূক্তভোগী স্কুল ছাত্রী ব্যবহৃত ওড়না দিয়া মুখ বেধে ফ্লোরে ফেলে  পরিহিত জামা কাপুড় খুলিয়া বিবস্ত্র করে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষন করে। পরে বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে কৌশলে  পালিয়ে  যায়।