বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৪, ২ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার মাছঘাট এলাকায় আদালতের মামলা থাকার পরও জোরপূর্বক দোকানপাট উচ্ছেদ করে জমি দখলের অভিযোগ উঠেছে মার্স ফিড নামের একটি কোম্পানির বিরুদ্ধে। 

বুধবার দুপুরে ভূক্তভোগী হাজী মুজিবুর রহমান বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। গত মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী নিয়ে ওই জমি দখলের চেষ্টা করা হয়।  

জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের হাজী মুজিবুর রহমান ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে দোকানপাট নির্মাণ করে দোকান ভাড়া দিয়ে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি ওই এলাকার পশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্স ফিড নামের একটি কোম্পানি ওই জমি থেকে ১০ শতাংশ জমি ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করে পুরো ৩০ শতাংশ জমি দখলের চেষ্টা করেন। জমির বিরোধ  নিয়ে আদালতে সোনারগাঁ  সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়। আদালতে মামলা থাকার পরও গত মঙ্গলবার সকালে মার্স ফিডের ম্যানেজার জসিমের নেতৃত্বে সাতভাইয়াপাড়া গ্রামের হারকিউলিসের ছেলে সেজান, কালু ফকিরের ছেলে মো. জসিম মিয়া, মোতালেব মিয়ার ছেলে রাসেলসহ ৮-১০জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হাজী মুজিবুর রহমানের দোকানপাটে গিয়ে ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে দোকানপাট উচ্ছেদের চেষ্টা করে। এক পর্যায়ে আগামী দু’দিনের মধ্যে দোকানপাট ছেড়ে না দিলে ভাঙচুর লুটপাট করার হুমকি দেওয়া হয়। পাশাপাশি কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে হাজী মুজিবুর রহমানকে মিথ্যা মামলায় ফাঁসানো হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে ভূক্তভোগী হাজী মুজিবুর রহমান বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। 

ভূক্তভোগী হাজী মুজিবুর রহমান বলেন, এ সম্পত্তি তাদের বাপ দাদার। তার আপন ভাইয়ের কাছ থেকে সম্পত্তি ক্রয় করে ভোগ দখল করছেন। এ থেকে মার্স ফিড নামের একটি কোম্পানি ১০ শতাংশ ক্রয় করে পুরো সম্পত্তি  দখলে নিতে চায়। দখলে নেওয়ার পর নাম মাত্র মূল্যে বিক্রির করতে বাধ্য করবে কোম্পানি। এ কোম্পানির আগ্রাসন থেকে মুক্তি চান। 

অভিযুক্ত মার্স ফিডের ম্যানেজার মো. জসিমের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।  

সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।