বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার তীব্র নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৪, ৩ জুলাই ২০২৫

ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার তীব্র নিন্দা

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা উত্তরের সভাপতি ডা. মামুন এর উপর এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিকি, ইমন, সূজন ও নাজিম হামলা চালিয়ে গুরুতর আহত করে। তিনি এশার নামাজ শেষ করে রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলেন। এমতাবস্থায় উল্লিখিত সন্ত্রাসীদের রাস্তার পাশে মাদক ও ইয়াবা সেবনে বাধা দেয়ায় তার উপর চড়াও হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতেল ভর্তি করান। হামলার ঘটনা শুনে হাসপাতালে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ প্রতিনিধি দল।

মুফতি মাসুম বিল্লাহ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একের পর এক আমাদের কর্মীদের উপর হামলা এটা মেনে নেয়া যায় না। কিছুদিন পূর্বে আমাদের নগর সহ-সভাপতির উপর হামলা। কয়েকদিনের ব্যাবধানে আবার থানা সভাপতির উপর পৈচাশিক হামলা এটা সহ্য করার মত নয়। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যদি প্রশাসন যদি হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তি না দেয় তাহলে উদ্ভুত পরিস্থির জন্য সকল দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।