বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আতাউর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৭, ২ জুলাই ২০২৫

আতাউর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবাদ সভা ও মানববন্ধন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বন্দরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অব্যহত রয়েছে। এর ধারাবাহিকতা  মঙ্গলবার (১লা জুলাই) বিকেল ৪টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জস্থ কদম রসুল কলেজের সামনে বন্দর থানা ক্রীড়া কল্যান পরিষদের  আয়োজনে আরসিম আবাসিক এলাকাবাসী, বন্দর থানা কিন্ডার গার্টেন এসোসিয়েশন ও আরসিম বাইতুল নাজাত জামে মসজিদ পঞ্চায়েত কমিটিসহ বিভিন্ন ব্যানারে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বন্দর থানা ক্রীড়া কল্যান পরিষদের সভাপতি মোবারক হোসেন খোকা মিয়ার সভাপতিত্বে মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন একই সংগঠনের সাধারন সম্পাদক অধ্যক্ষ আনোয়ার হোসেন, সাবেক জাতীয় ফুটবলার আমান, সোহেল মিয়া, এনামুল হক রোমেল, আরসিম জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব,মো: খসরু, রবিন ও রাসেদ আহাম্মেদ টিটু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী ডন বজলুকে গ্রেপ্তার করা না হলে বন্দরের সকল কিন্ডার গার্টেনের শিক্ষার্থীসহ বন্দরবাসীদের নিয়ে থানা ঘেলাও করা হবে। প্রয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সারাদেশ অচল করে দেয়া হবে। ডন বজলু বিগত স্বৈরাচার সরকারের লোকের  সাথে আঁতাত করে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে গেছে। তাকে সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি করে বিএনপিকে কুলশিত করা হয়েছে। অচিরেই তাকে বিএনপি থেকে বহিস্কার করার দাবি জানান। ডন বজলু একজন চিহিৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে নারী ক্যালেঙ্কারীসহ নানা অপকর্ম রয়েছে। সে অস্ত্রধারী সন্ত্রাসী তাই বিএনপি যাতে কোন অস্ত্রধারী সন্ত্রাসীকে প্রশ্রয় না দেয় সে দিকে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের প্রতি বন্দরবাসীর পক্ষ থেকে আহবান জানানো হয়। আলহাজ্ব আতাউর রহমান মুকুল বন্দরের একজন সন্মানীত ব্যক্তি। তিনি বন্দর থানা ক্রীড়া কল্যাণ ও বন্দর থানা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উপদেষ্ঠা সেই সাথে তিনি আরসিম বাইতুল নাজাত জামে মসজিদের সভাপতি দায়িত্ব পালন করে আসছে।

উল্লেখ্য: গত রোববার আতাউর রহমান মুকুল বন্দরের নাসিক ২৭নং ওয়ার্ডে বিদ্যুৎ কেন্দ্রে কাজের চুক্তিপত্র স্বাক্ষর করতে গেলে সন্ত্রাসী ডন বজলু দলবল নিয়ে তার উপর আকষ্মিক ভাবে হামলা করে। তাকে মারধরসহ বিবস্ত্র কজরে লাঞ্ছিত করে। তার এ নেক্কারজনক কর্মকান্ডে বন্দরবাসীসহ নারায়ণগঞ্জের সাধারণ মানুষ দ্রুত সন্ত্রাসী ডন বজলুকে গ্রেফতারের দাবি জানিয়েছে।