শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যানজট নিরসনে মাঠে পুলিশ, আমরা নারায়ণগঞ্জবাসী ও এনসিপি নেতৃবৃন্দ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫৪, ৩ জুলাই ২০২৫

যানজট নিরসনে মাঠে পুলিশ, আমরা নারায়ণগঞ্জবাসী ও এনসিপি নেতৃবৃন্দ 

দুই নং রেলগেট এলাকা পরিদর্শন

নারায়ণগঞ্জে সড়ক দখলমুক্ত করা ও যানজট নিরসনের লক্ষ্যে পুলিশ সদস্যদের নিয়ে শহরের দুই নং রেলগেট এলাকা পরিদর্শন করেছেন সামাজিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে শহরের দুই নং রেলগেট এলাকায় পরিদর্শনে আসেন তারা। 

এসময় সড়কে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বাস ও রাস্তায় অবৈধ অটো স্ট্যান্ড উচ্ছেদের দাবী জানান তারা।

আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন বলেন, সড়কের এই জায়গায় ঘন্টার পর ঘন্টা বাসগুলো দাঁড়িয়ে থাকে। এর ফলে অন্য যানবাহন চলাচল করতে পারে না। অন্যদিকে রেল গেইটের সামনে রাস্তার অর্ধেকটা দখল করে আছে অটো ও সিএনজি স্ট্যান্ড। এর ফলে পুরো শহরে যানজট লেগে থাকে।

এসময় যানজট নিরসনে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও শহরের ভেতরে বাসের গেটলক সিস্টেম চালু করার দাবী জানান তারা। 

এসময় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা জানান, এটি চাইলে দ্রুত সময়ের মধ্যে সমাধান করা সম্ভব। অটোস্ট্যান্ডটি স্থায়ী না এখানে সরিয়া দেয়া সাথে সাথে অটো এসে দাঁড়িয়ে যায়। এখান সকালে চারজন ও বিকেলে চারজন লোক দিন আমাদের লোকও থাকবে। এবং বাসগুলোতে বলে দিলে আজকে থেকেই এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পাশাপাশি বাস মালিকদের নিয়েও আমরা বসতে পারি এ বিষয়ে, তবে এটা একটু সময়সাপেক্ষ ব্যাপার হবে।