
ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দরের সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়।
বন্দরের জ্যেষ্ঠ সাংবাদিক নুরুজ্জামান মোল্লা ও জি. এম সুমন এর নেতৃত্বে বন্দরের সাংবাদিক প্রতিনিধিদল প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় কালে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আমির হোসেন,
প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক এস. এম. আবদুল্লাহ, বর্তমান দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, সংবাদ চর্চার বন্দর প্রতিনিধি শেখ আরিফ, দৈনিক নীরবাংলার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন,দৈনিক যায়যায় দিনের বন্দর প্রতিনিধি দ্বীন ইসলাম,অগ্রবাণী প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার শাহরিয়া প্রধাণ (ইমন), মুক্ত খবরের স্টাফ রিপোর্টার সোহেল প্রধাণ,রুদ্রবার্তার বন্দর প্রতিনিধি আনোয়ার হোসেন, নব অভিযানের বন্দর প্রতিনিধি আব্দুল কাদির ও প্রাইম টিভির জেলা প্রতিনিধি সানাউল্লাহ মুন্সী প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে কুশল বিনিময়ের সময় সকলেই প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃত্বে প্রেসক্লাব আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আমাদের বিশ্বাস। সাংবাদিক সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় তাদের সাহসী ভূমিকা প্রত্যাশা করছি।”
জবাবে প্রেসক্লাব নেতৃবৃন্দও বন্দরের সাংবাদিকদের উষ্ণ শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।