শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মুকুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিশুবাগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২১, ৩ জুলাই ২০২৫

মুকুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিশুবাগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন 

মানববন্ধন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর নেক্কার জনক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কদমরসুল শিশুবাগ বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০ টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলেরমোড়স্থ উল্লেখিত বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই ঘৃণ্য ও পরিকল্পিত হামলার পেছনে যারা জড়িত, তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্ত্রাসী ডন বজলুসহ  দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনাসহ দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কদমরসুল শিশুবাগ বিদ্যালয়ের কর্মপরিষদের সদস্যবৃন্দ, অভিবাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।