শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার বিচারই হবে অন্তবর্তী সরকারের প্রথম কাজ: গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৩, ৪ জুলাই ২০২৫

শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার বিচারই হবে অন্তবর্তী সরকারের প্রথম কাজ: গিয়াসউদ্দিন

গিয়াসউদ্দিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন। তার সরকারের লুণ্ঠন ও দুর্নীতির বিচার করাই হবে অন্তবর্তী সরকারের প্রথম কাজ।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটির মোড় সংলগ্ন আব্দুল গফুর সুপার মার্কেটের সামনে আয়োজিত বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন বলেন, একটা নির্বাচনে দল জিততেও পারে, হারতেও পারে। কিন্তু কখনো দেখিনি একটা সরকার পালিয়ে যায়। ভীতু, কাপুরুষ, চোর, ডাকাত, বদমায়েশরাই পালায়। শেখ হাসিনা এবং তার দোসররা পালিয়েছে। শুধু নেতাকর্মীরা নয় পুলিশ, সিভিল প্রশাসনের লোকজন, সাংবাদিক, শিক্ষক, এমনকি মসজিদের ইমামরাও পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, পৃথিবীতে এমন পালিয়ে যাওয়ার নজির নেই। তবুও তারা বিদেশ থেকে নির্লজ্জের মতো এখনো বাংলাদেশ নিয়ে কথা বলে। যারা ক্ষমতায় থাকতে নির্যাতন চালিয়েছিল, তারাই আজ নিরাপদ আশ্রয়ে। অথচ আজ দেশে একটি নিরপেক্ষ সরকার রয়েছে, যারা প্রতিশোধ নিচ্ছে না। তাহলে তারা পালালো কেন?

সরকার পালিয়ে যাওয়ার পরও তাদের নেতাকর্মীদের প্রতি প্রশ্ন রেখে গিয়াসউদ্দিন বলেন, আপনাদের কি এখনো বোঝার সময় হয়নি? তারা আর ফিরে আসবে না। তাহলে এখনো কেন তাদের জন্য নিজের জীবন ধ্বংস করছেন?

গিয়াসউদ্দিন আরও বলেন, তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন বিএনপিকে আরও শক্তিশালী করতে সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্যোগ নিতে। সারা দেশে লাখ লাখ তরুণ এখন বিএনপিতে আসছে। কারণ বিএনপি একটি বৃহৎ ও জনগণের দল, যারা মানুষের জন্য কাজ করে।

তিনি বলেন, শেখ হাসিনা খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিলেন। এমন কথাও বলেছেন—তার মৃত্যু হয় না কেন? এক হাসিনা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে সবসময় অশালীন ভাষায়। অথচ আমাদের নেত্রী আজো দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি কোনো দল নয়, জাতির উদ্দেশ্যে কথা বলেন। তিনি এখনো বেঁচে থাকলে দেশের জন্য কাজ করবেন।

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে গিয়াসউদ্দিন বলেন, সে তার বাবার নামে মুজিব শতবর্ষ উদযাপন করেছে, কোটি কোটি টাকা অপচয় করেছে। শেখ হাসিনা ইতিহাস গড়ার নামে দুর্নীতি করেছে।

এনায়েত নগর ইউনিয়ন বিএনপি’র আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ।

বিশেষ বক্তা ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন ও লোকমান হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি একেএম হেলাল উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আক্তার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, আলমগীর হোসেন, জামিল হোসেন খান স্বাধীন, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও শওকত আলী খান জুম্মন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ এবং কৃষি বিষয়ক সম্পাদক আমির হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।