
প্রতীকী ছবি
জুলাই গণ-অভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার (৫২) হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মনির হোসেন মিঠু কাজীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মনির হোসেন হাজীগঞ্জ উপজেলা সদরের টোরাগড় এলাকার কাজীবাড়ির মৃত হেন্দু মিয়া কাজীর ছেলে। তিনি হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, মনির হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এর আগে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলালউদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসানসহ কয়েকজন কারাগার রয়েছেন।
প্রসঙ্গত, গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকায় পৌরসভার সামনে বিএনপি নেতা ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবিরের (হিমেল) বাবা আজাদ সরকারকে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় তার ছেলে আহম্মেদ কবির বাদী হয়ে ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা করেন। এজাহারে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান জানান, বৃহস্পতিবার মনির হোসেন মিঠু কাজীকে আদালতে পাঠানো হয়।