শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ঈদে জমজমাট দেওভোগ মার্কেট, শতকোটি টাকার ব্যাবসার আশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪৩, ১৬ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জে ঈদে জমজমাট দেওভোগ মার্কেট, শতকোটি টাকার ব্যাবসার আশা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে শহরের দেওভোগ মার্কেট জমে উঠতে শুরু করেছে। এবারের ঈদে শুধু দেওভোগ মার্কেটেই শতকোটি টাকার ব্যাবসা হবে বলে আশাবাদী ব্যাবসায়ীরা।

শনিবার (১৬ মার্চ) শহরের দেওভোগ মার্কেট ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

দেশের তৈরি পোশাকের অন্যতম বড় পাইকারি বাজার নারায়ণগঞ্জের দেওভোগ মার্কেট। খুচরা বিক্রেতারা এখান থেকেই মূলত পোশাক কিনে নিয়ে বিক্রি করে থাকে। ফলে রমজানের শুরু থেকেই ব্যাপক বেচাকেনা চলছে। রমজান আসার পর থেকেই কাজের চাপ বেড়েছে বলে জানান কর্মচারীরা।

ক্রেতারা জানান, বাহিরের মার্কেটের তুলনায় এখানে পোষাক অনেক কম দামে পাওয়া যায়। তাই আমরা এখান থেকেই প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করি।

এদিকে বিক্রেতারা জানান, গতবারের তুলনায় এবার মালের দাম কিছুটা বেশি। তবে এবার বেচাকেনা ভাল হবে আশা করছেন তারা।

দেওভোগ পোষাক প্রস্তুত মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল দেওয়ান জানান, ২০ রোজা পর্যন্ত আমাদের বেচাকেনা হলেই যথেষ্ট। এরপর আর লাগে না। এবার আশা করছি শুধু দেওভোগ মার্কেটে শতকোটি টাকার মাল বিক্রি হবে।