মঙ্গলবার, ০৭ মে ২০২৪

|

বৈশাখ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ডাকাত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪১, ২৬ এপ্রিল ২০২৪

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ডাকাত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে ডাকাতির প্রস্ততিকালে মুখোশ, ধারালো অস্ত্র, রশি সহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখা। 

শুক্রবার (২৬ এপ্রিল) গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

স্থানীয় নির্ভরযোগ্য একাধিক সূত্র মতে, গ্রেপ্তারকৃত সকলেই নাঈম গ্রুপের সদস্য।

গ্রেপ্তারকৃতরা হলো- ফতুল্লা মডেল থানার পাগলা (মেলেটারির বাড়ির ভারাটিয়া) শানু হাওলাদারের পুত্র জনি (২২), পাগলা পূর্ব পাড়ার মোজাফ্ফরের বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের পুত্র মোঃ আল মামুন (২৭), পাগলা বৈরাগি বাড়ির কুদ্দুস মিয়ার পুত্র মোঃ মিন্টু (২২), পাগলা মুসলিম পাড়ার মহর আলীর পুত্র মোঃ মোমেন (১৯) ও বৌ বাজারের মুখলেছের পুত্র মোঃ রাজিব(১৯)।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লা থানা সীমান্তের দাপা ইদ্রাকপুর এস বি ফিলিং স্টেশনের পিছনে পদ্মা সেতু রেললাইনের ওভার পাস ব্রিজের ৮৯ নং পিলার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে তিনটি ছুরি, দুইটি চাপাতি, একটি সাদা মোটা রশি ও পাচঁটি কালো মুখোশ উদ্ধার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, এ বিষয়ে কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখা বাদী হয়ে শুক্রবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।