
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী মালিক সমিতি, ডিলারশিপ মালিকগণ, উপজেলা পরিবেশক সমিতির সদস্যবৃন্দ ও সাধারণ জনগণ। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগরাপাড় চৌরাস্তা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁ পন্য পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন, কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম।
মানববন্ধন শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। এতে স্থানীয় ১৮০জন ক্ষুদ্র ব্যবসায়ী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা হতে শুরু হয়ে মারীখালি ব্রীজ প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারের সামনে গিয়ে শেষ হয়।
মানবন্ধন ও বিক্ষোভ শেষে সোনারগাঁ পরিবেশক সমিতির সভাপতি মো. রেজাউল হক রাজার নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের দুলালের ছেলে সোহান মিয়া ও তার বাহিনীর নাম উল্লেখ করে সোনারগাঁ থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বিভিন্ন সময়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি ও তাদের গ্রাহকদের রাস্তা আটকিয়ে টাকা-পয়সা ও মালামাল লুট করে নেওয়ার অভিযোগ তুলে ধরেন। এছাড়াও ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাতে বাসায় চলে গেলে দোকানের তালা ভেঙে মালামাল লুট করে নেয়ার বিষয়টি স্মারকলিপিতে জানানো হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ব্যবসায়ীরা একটি অভিযোগ দিয়েছেন। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে পুলিশ সোহান ও তার সহযোগীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।