মঙ্গলবার, ১৪ মে ২০২৪

|

বৈশাখ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জিয়ার ম্যুরাল অপসারণ, গর্জনেই সমাপ্ত বিএনপির আল্টিমেটাম 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৬, ২৮ এপ্রিল ২০২৪

জিয়ার ম্যুরাল অপসারণ, গর্জনেই সমাপ্ত বিএনপির আল্টিমেটাম 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত জিয়া হলের ম্যুরাল ভেঙে ফেলার ঘটনায় দলটির নেতাকর্মীদের ভূমিকা নিয়ে হাস্যরস তৈরি হয়েছে। ম্যুরাল ভেঙে ফেলার পর সংবাদ সম্মেলনে ও বিবৃতির মাধ্যমে আল্টিমেটাম দেয়া হল দলের পক্ষ থেকে। তবে এ ঘটনার প্রতিবাদে রাজপথে জেলার কোথাও একটি মিছিলও করতে পারেনি দলটির নেতাকর্মীরা। 

আন্দোলন করতে না পারার ব্যাখ্যা দিতে গিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, রমজান মাস। সংযমের মাস। জনগণের ভোগান্তির কথা ভেবে আমরা কোন কর্মসূচি দেইনি। ঈদের আর একদিন বাকি। জনগণের চলাচলে বিঘ্ন ঘটুক বা আইনশৃঙ্খলার অবনতি হোক এটা আমরা চাই না।

তবে ঈদের পর এ নিয়ে আর কথা বলতে দেখা যায়নি বিএনপির কাউকেই।

এদিকে জিয়ার ম্যুরাল ভাঙার ইস্যুতক বিএনপি নেতাদের বক্তব্য ও আলটিমেটামের জবাবে শামীম ওসমান দাবী করেন বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শনের পরপরই শামীম ওসমানের কর্মীদের কাছে ফোন দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। এসময় শামীম ওসমানকে জড়িয়ে বক্তব্য দিলে কেন্দ্রে প্রভাব বাড়ে বলেও বিএনপি নেতারা বলেছেন বলে জানান তিনি। 

শামীম ওসমান বলেন, ওদের আলটিমেটামের ফল আমরা দেখতে চাই। নারায়ণগঞ্জের মানুষ ওদের আল্টিমেটামের শক্তি দেখতে চায়।

এর আগে গত (৪ এপ্রিল) সকালে শহরের জিয়া হল এলাকায় ভাঙা অবস্থায় জিয়াউর রহমানের ম্যুরালটি পড়ে থাকতে দেখা যায়।

সকালে এ দৃশ্য দেখার পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে শহরে। বিকেল নাগাদ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু চার-পাঁচজন নেতাকর্মী নিয়ে জিয়া হলে যান। এসময় ঘটনার জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে দায়ী করেন তারা। 

এর আগে গত (১৩ মার্চ) এক সভায় অংশ নিয়ে জিয়া হলের জায়গায় ছয় দফা মঞ্চ করার ঘোষণা দেন শামীম ওসমান।