শনিবার, ২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে এসএসসিতে পাশের হার ৮৯ দশমিক ৫০ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৮, ১২ মে ২০২৪

আড়াইহাজারে এসএসসিতে পাশের হার ৮৯ দশমিক ৫০ শতাংশ

ফাইল ছবি

এবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এসএসসিতে পাশের হার ৮৯ দশমিক ৫০ শতাংশ। এ ছাড়া ভোকেশনালে ৯৫ দশমিক ০১ শতাংশ ও দাখিলে ৮৭ দশমিক ৪৭ শতাংশ।

রোববার (১২ মে) জেলা শিক্ষা অফিস এসব তথ্য নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এবার জেলায় সর্বমোট পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।

উপজেলা ভিত্তিক ফলাফলে এবার আড়াইহাজার উপজেলায় এসএসসিতে ৩ হাজার ২৬৭ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৯২৪ জন, এসএসসি (ভোকেশনাল) এ ২৮১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৬৭ জন ও দাখিলে ৪২৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৭০ জন।

এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ২৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১৫ জন ও দাখিলে ১৪ জন।

জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী জানান, এবার জেলায় এসএসসিতে ৮৮ শতাংশ ও সব মিলিয়ে পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।