মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

|

কার্তিক ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ সদরে এসএসসিতে পাশের হার ৮৭ দশমিক ৭৮ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৫, ১২ মে ২০২৪

নারায়ণগঞ্জ সদরে এসএসসিতে পাশের হার ৮৭ দশমিক ৭৮ শতাংশ

ফাইল ছবি

এবার নারায়ণগঞ্জের সদর উপজেলায় এসএসসিতে পাশের হার ৮৭ দশমিক ৭৮ শতাংশ। এ ছাড়া ভোকেশনালে ৯০ দশমিক ২৬ শতাংশ ও দাখিলে ৯০ দশমিক ৪৬ শতাংশ। 

রোববার (১২ মে) জেলা শিক্ষা অফিস এসব তথ্য নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এবার জেলায় সর্বমোট পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ। 

উপজেলা ভিত্তিক ফলাফলে এবার নারায়ণগঞ্জ সদর উপজেলায় এসএসসিতে ১৩ হাজার ৮২৬ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ১৩৬ জন, এসএসসি (ভোকেশনাল) এ ৫৫৬ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১০ জন ও দাখিলে ৮২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৪৯ জন।

এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৬৭৩ জন, এসএসসি (ভোকেশনাল) এ ২৮ জন ও দাখিলে ৭৩ জন। 

জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী জানান, এবার জেলায় এসএসসিতে ৮৮ শতাংশ ও সব মিলিয়ে পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।