সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ বন্দরে এসএসসিতে পাশের হার ৮৪ দশমিক ৩৪ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৬, ১২ মে ২০২৪

নারায়ণগঞ্জ বন্দরে এসএসসিতে পাশের হার ৮৪ দশমিক ৩৪ শতাংশ

ফাইল ছবি

এবার নারায়ণগঞ্জের সদর উপজেলায় এসএসসিতে পাশের হার ৮৪ দশমিক ৩৪ শতাংশ। এ ছাড়া ভোকেশনালে ৯২ দশমিক ৯৫ শতাংশ ও দাখিলে ৭৫ দশমিক ২৩ শতাংশ।

রোববার (১২ মে) জেলা শিক্ষা অফিস এসব তথ্য নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এবার জেলায় সর্বমোট পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।

উপজেলা ভিত্তিক ফলাফলে এবার বন্দর উপজেলায় এসএসসিতে ৩ হাজার ১০৩ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৬১৭ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১৪২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩২ জন ও দাখিলে ৩২৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৪৬ জন।

এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ১৬৩ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১৪ জন ও দাখিলে ২ জন। 

জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী জানান, এবার জেলায় এসএসসিতে ৮৮ শতাংশ ও সব মিলিয়ে পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।